১৫ই মে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে আদালত? তাকিয়ে সরকারি কর্মচারীরা।
নজরবন্দি ব্যুরো: রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ নিয়ে ক্ষোভ, বিতর্ক অনেক দিনের। গত কাল ছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। দীর্ঘদিন কর্মবিরতি চলার পর শুনানির খবর পেয়ে সরকারি কর্মীরা আশায় বুক বেঁধে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শুনানি হলনা!
পঞ্চায়েত মামলায় রাজ্যের এজি ব্যস্ত থাকায়,হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চের ডিএ মামলার শুনানি হল না মঙ্গলবার।
চলতি মাসের ১৫ তারিখে এই মামলার শুনানি হবে। সরকারি উকিল জয়োতোষ মজুমদার আদালতে জানায়, এজি পঞ্চায়েত সংক্রান্ত মামলা নিয়ে ব্যস্ত।
আর বিচারপতি করগুপ্ত জানান, ১৫ই মে এই ডিএ মামলার শুনানি হবে।
আর ১৫ই মে ডিএ নিয়ে আদালত কি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবে?? আর সেই দিকে তাকিয়ে সরকারি কর্মচারীরা।
পঞ্চায়েত মামলায় রাজ্যের এজি ব্যস্ত থাকায়,হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চের ডিএ মামলার শুনানি হল না মঙ্গলবার।
চলতি মাসের ১৫ তারিখে এই মামলার শুনানি হবে। সরকারি উকিল জয়োতোষ মজুমদার আদালতে জানায়, এজি পঞ্চায়েত সংক্রান্ত মামলা নিয়ে ব্যস্ত।
আর বিচারপতি করগুপ্ত জানান, ১৫ই মে এই ডিএ মামলার শুনানি হবে।
আর ১৫ই মে ডিএ নিয়ে আদালত কি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবে?? আর সেই দিকে তাকিয়ে সরকারি কর্মচারীরা।
কোন মন্তব্য নেই