Header Ads

মা- ব্যক্তিজীবন, সমাজজীবনে এক অবিচ্ছেদ্য ব্যাপ্তি! মাদার্স ডে-র বিশেষ প্রতিবেদন।

নজরবন্দি ব্যুরোঃ নির্ভরতা, রাগ, অভিমান, ভালোবাসা আর দিনের শেষে সবচেয়ে নিশ্চিন্ত একটা বাসা। প্রতিটা শব্দকে জুড়ে দিলে একটা ছবি তৈরি হয়। মা!

মাতৃত্বের বন্ধনকে তথা পারিবারিক বন্ধনকে বিশেষ সম্মান দিয়ে গোটা বিশ্বে পালিত হয় মাদার্স ডে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, সারা পৃথিবীতে একই দিনে মাদার্স ডে উদযাপিত হয় না। প্রথমবার মাদার্স ডে উদযাপিত হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে, বিংশ শতাব্দীতে। তারপর তা ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে।

মা- শুধু একটা শব্দ নয়, প্রত্যেকটা মানুষের জীবনের সাফল্য প্রথম অধ্যায়টিও। মা- শুধুমাত্র রক্তের সম্পর্কই নয়, মা এক অনুভূতি। আর এই অনুভূতি সীমিত সম্পর্কের বাধন ছাড়িয়ে মিশে যায় আমাদের সমাজ জীবন তথা ব্যক্তিজীবনেও। স্বদেশ, মাতৃভূমি একাধিক শব্দে ব্যাপ্ত হয় এই বিশেষ অনুভূতি। এখানেই সাফল্য এই দিনটির। সফল হয় মাতৃত্বের বন্ধন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.