ইউবিগ্রুপের "ডিগবাজিতে" স্পনসর চাপে ইস্টবেঙ্গল!
শুভব্রত মুখার্জি: স্পনসর ইউবি'র তরফে সামনের মরশুমের জন্য বাজেট ২ কোটি টাকা কমিয়ে ইস্টবেঙ্গলকে প্রস্তাব দেওয়া হয়েছে। ২০১৭ তে ইউবি'র তরফে ইস্টবেঙ্গল পেয়েছিল ৩.৫ কোটি টাকা।
৩.৫ কোটির বদলে ১.৫ কোটি দিতে রাজি ইউবি গ্রুপ। ইস্টবেঙ্গল কর্তারা অনুরোধ করেছেন বাজেট বাড়াতে ।ইউবি'র প্রতিনিধিদের তরফে বলা হয়, বেঙ্গালুরুতে ফিরে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। ইউবি–র সঙ্গে ইস্টবেঙ্গলের দীর্ঘ ২০ বছরের সম্পর্ক। বিকল্প কি হবে, সেই নিয়ে চিন্তিত ইস্টবেঙ্গল।
৩.৫ কোটির বদলে ১.৫ কোটি দিতে রাজি ইউবি গ্রুপ। ইস্টবেঙ্গল কর্তারা অনুরোধ করেছেন বাজেট বাড়াতে ।ইউবি'র প্রতিনিধিদের তরফে বলা হয়, বেঙ্গালুরুতে ফিরে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। ইউবি–র সঙ্গে ইস্টবেঙ্গলের দীর্ঘ ২০ বছরের সম্পর্ক। বিকল্প কি হবে, সেই নিয়ে চিন্তিত ইস্টবেঙ্গল।
কোন মন্তব্য নেই