একজন শিক্ষক বছরে ১ লক্ষ ৭২ হাজার ৫১২ টাকা লোকশানের মুখ দেখেন!!!!
নজরবন্দি ব্যুরো: বর্তমানে রাজ্যের প্রাথমিক স্কুল গুলিতে এক জন ট্রেন্ড টিচার শিক্ষকতার কাজে যোগদান করে যা বেতন পান তার হিসাব এই রকম : --- Basic +D.A + H.R.A +M.A +I.R = 8840+8840+1326+ 300 +624 =19930 সেই হিসাবে সেন্ট্রাল এন্ড সেভারাল আদার স্টেট -এ প্রাথমিক শিক্ষকরা যা বেতন পেতেন তার হিসাব : এই রকম 13500 +13500 + 2025 + 300 + 930 = 30255
আবার দেখা যাক বর্তমানে কেন্দ্রের এবং অন্যান্য অনেক রাজ্যের প্রাথমিক শিক্ষক -শিক্ষিকাদের বেতনক্রম : -- 13500×2.57 = 34695 = 34700 তাহলে বর্তমান মোট বেতন = Basic + D.A (5 %) + H.R.A +M.A = 34700 + 1735 + 5205 + 700 = 42340 যদি প্রাথমিক শিক্ষক হিসাবে সবাই রোপা 2009 এর মত বঞ্চনার শিকার হই, তাহলে বর্তমান পে ব্রান্ডের পরিবর্তন সরকার না করে তবে বর্তমান স্কেল, পে ব্রান্ড হিসাবে একজন ট্রেন্ড প্রাইমারি টিচার এর স্টাটিং পে হবে 8840×2.57 = 22718 বা 22720 এবং মোট বেতন হবে এই রকম : - Basic + D.A (5%)+ H.R.A (15%) + M.A =ড 22720 + 1136 + 3408 + 700 = 27964 তাহলে বর্তমানে আপনার প্রতি মাসে লোকসান 30255--19930 = 10325 আর নূতন পে কমিশনে শিক্ষকদের বঞ্চনার অবসান না হলে প্রতি মাসে লোকসান কমপক্ষে ( 42340--27964)= 14376 এক বছরেই লোকসান 14376 ×12 =172512 টাকা ।
শিক্ষকদের একটা বড় অংশ খোলা চিঠি দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। তাদের দাবি, সম কাজে সমান বেতন ও দেশের সমস্ত রাজ্যেই প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকাদের সমান বেতন দিতে হবে।
এখন দেখা যাক কবে এই সমস্যার সমাধান হয়। আর সেই দিকে তাকিয়ে শিক্ষকরা।
* তথ্য সংগ্রহীত। এর সত্যতা যাচাই করেনি নজরবন্দি ডট ইন কর্তৃপক্ষ।

No comments