Header Ads

প্রমীলা বাহিনীর প্রতিরোধ পালালেন দিলীপ ঘোষ

আকাশ সেনগুপ্ত: নির্বাচনী প্রচারে এসে গ্রামের মহিলাদের বাধার মুখে পড়ে পিছু হঠলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জানা যায়, মালদার ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রামে এক জনসভায় আসেন দিলীপ ঘোষ। সেই সময় স্থানীয় মেয়েরা দিলীপকে মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্পের একটি পুস্তিকা দেন।
তাতে বেজায় চটে যান দিলীপ। গ্রামবাসীদের উদ্দেশে বলেন, ‘দিদির চামচাগিরি করবেন না। এতে চটে যান ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দারা। শনিবার দুপুরে তিনি ফুলবাড়িয়া গ্রামে যান। তখন  সামনে দাঁড়িয়ে পড়ে প্রমীলাবাহিনী। মহিলারা বলেন, ‌এখানে অনেক শান্তি আছে। অশান্তি লাগাতে আসবেন না। গ্রামের বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা ‘গো–ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। ফিরে যান দিলীপ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.