পচা মাংস কান্ডে কার্যত নাজেহাল রাজ্য। তাই এবার ভাগাড়ে সি সি টিভি ক্যামেরা!
নজরবন্দি ব্যুরোঃ পচা মাংসকাণ্ডে তোলপাড় তিলোত্তমা সহ এই রাজ্য। ভাগাড়ে মৃত পশু আসার পরই তা তুলে নিয়ে গিয়ে, সেই মাংসের প্রক্রিয়াকরণ চলছে গোটা শহর জুড়ে। তারপর ফ্রিজারে মরা পশুর মাংস সংরক্ষণ করে রেখে তা বাজারে-রেস্তরাঁয় সরবরাহ করা হচ্ছে , তদন্তকারীরা বলছেন, চক্র নয়, পচা মাংসের পুরো একটা বাণিজ্য শৈল গড়ে উঠেছিল।
এই পরিস্থিতিতে ভাগাড়ে নজরদারি বাড়ানোর পরিকল্পনা করে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল প্রশাসন। রাজপুর- সোনারপুর এ ইতিমধ্যে ২টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। জানা গেছে, পুরসভার বিশেষ তৈরি করা কন্ট্রোলরুম থেকেই এই সিসিটিভি ক্যামেরাগুলির মাধ্যমে নজরদারি চালানো হবে।
দিনকয়েকের মধ্যে আরও ১টি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছে পুরসভা। এছাড়া পুরসভা অফিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাতেও চলছে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ। উল্লেখ্য, ভাগাড়ের মরা পশুর মাংস কারবার প্রথম নজরে আসে দক্ষিণ ২৪ পরগণাতে তার পর একাধিক অভিযান চালায় প্রশাসন , আর তাতে উঠে আসে এক নির্মম চিত্র যা সাধারণ মানুষ কে কার্যত প্রতিদিন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে শহরের বিভিন্ন নামী রেস্তোরাঁ গুলো।

No comments