Header Ads

পেট্রোলের দাম কমতে পারতো লিটার পিছু ২৫ টাকা! কি বললেন চিদাম্বরম?

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিনে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে দ্রুতগতিতে। ফলে দেশের বিপুল সংখ্যক মানুষ সমস্যায় পড়েছেন। পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধিকে ইস্যু করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে শুরু করেছে বিরোধীরা। সম্প্রতি জ্বালানী তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে মোদী সরকারকে একহাত নিলেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম।
কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদাম্বরম বলেন, "কেন্দ্রীয় সরকার চাইলেই প্রতি লিটারে পেট্রোলের দাম ২৫ টাকা কমাতে পারতো। কিন্তু তা করা হয়নি। উলটে লিটার প্রতি ২৫ টাকা লাভ রেখেছে কেন্দ্র। অপরিশোধিত তেলে প্রতি লিটারে ১৫ টাকা লাভ করছে কেন্দ্র। তার ওপর আবার বসছে ১০ টাকা অতিরিক্ত ট্যাক্স। এর মাশুল গুনতে হচ্ছে দেশের আমজনতাকে।"

কেন্দ্রের মুনাফা লাভের পাশাপাশি তিনি জনসাধারণের প্রতি মোদী সরকারের প্রতারণার কথা উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী, কেন্দ্র পেট্রোল ডিজেলে লিটার প্রতি মাত্র ১ টাকা কিংবা ২ টাকা কমিয়ে মানুষের সাথে প্রতারণা করছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.