Header Ads

তামিলনাড়ুতে ১৯ টা প্রানের বিনিময়ে মান্যতা পেল শ্রমিকদের দাবি!! অগ্নিগর্ভ তুতিকোরিন।

নজরবন্দি ব্যুরোঃ দুষন সৃষ্টিকারী কারখানা বন্ধের দাবিতে অগ্নিগর্ভ তামিলনাড়ুর তুতিকোরিন। মঙ্গলবার বিক্ষোভকারী জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। অবশেষে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে গুলি চালায় পুলিশ। গুলিতে হত কমপক্ষে ১৯ জন। আহত প্রায় ৩০।

দুষন সৃষ্টিকারী বেদান্ত স্টারলাইট কপার কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে জনতা। ২০১৩ সালে এই কারখানা থেকে গ্যাস লিক করার অভিযোগ ওঠে এবং এরপর দূষন সংক্রান্ত নিয়ম ভাঙার অভিযোগে কারখানাটিকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু পরে তা ফের খোলার অনুমতি দেয় জাতীয় গ্রিন ট্রাইবুনাল।

এদিন প্রায় ২০ হাজার জনতা বিক্ষোভস্থলে জড়ো হন। পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় তাদের। গুলি চালায় পুলিশ। এই ঘটনায় মৃতদের ৯ লক্ষ টাকা এবং আহতদের ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী পালানিস্বামী।

তামিলনাড়ু সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, ওই কারখানাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে রাজ্যবাসীর কাছে সংযত থেকে প্রশাসনকে সাহায্য করার আবেদন জানিয়েছে এডিএমকে সরকার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.