Header Ads

দমদম জংশনে ঢুকতে ট্রেন লাইনে আসছে নতুন প্রযুক্তি।

নজরবন্দি ব্যুরোঃ প্রতি দিনই দমদম স্টেশনে ট্রেন ঢোকার আগে ধৈর্য্যের পরীক্ষা হয় নিত্যযাত্রীদের। সিগন্যাল সমস্যায় আটকে থাকে ট্রেন। এবার সেই সমাধানে আসছে নতুন প্রযুক্তি।
সিগন্যাল না পাওয়ার কারণে বনগাঁ আপ-ডাউন শাখার ট্রেন দমদম স্টেশনে ঢোকার আগে রোজই অনেকক্ষন আটকে থাকে। এই অবস্থার পরিবর্তন আনতে রুট রিলে ইন্টারকম সিস্টেমে বদল আনা হচ্ছে। এই নতুন প্রযুক্তি চালু হলে টেন সর্বাধিক ৫০ সেকেন্ডের বেশি দাঁড়াবে না দমদম ঢোকার মুখে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.