Header Ads

শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক! নিয়োগ জট কি খুলতে চলেছে এবার? বিশেষ প্রতিবেদন।

নজরবন্দি ব্যুরো: রাজ্যের প্রায় প্রতিটা স্কুলে শিক্ষকের ঘাটতি যা চরম আকার নিয়েছে। একাধিক স্কুল শিক্ষকের অভাবে ধুঁকছে। অভিযোগ গ্রামের একাধিক স্কুলে বিজ্ঞান বিভাগের শিক্ষক নেই।
আর এতকিছু সত্ত্বেও শিক্ষক নিয়োগ নিয়ে কোন পদক্ষেপ নেই রাজ্যসরকারের।


নিয়োগের দাবিতে বারবার রাস্তায় নামতে হয়েছে এই রাজ্যের হবু শিক্ষকদের। কিন্তু কাজেরকাজ কিছুই হয়নি।
আর এই নিয়োগ সহ একাধিক দাবিতে ২৪/০৫/১৮ তারিখে আবার আন্দোলনে পথে এই রজ্যের হয়েক হাজার হবু শিক্ষক। তাদের মূল দাবি স্বচ্ছ নিয়োগ চাই।

বিশেষ সূত্রের খবর, ২৪ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ৪ টের সময় বিকাশভবনে আন্দোলনকারীদের সাথে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশেষজ্ঞ মহলের মতে ওই আলোচনার পরে শিক্ষক নিয়োগ জট কিছুটা কাটতে পারে।
এখন তাই এই রাজ্যের হবু শিক্ষকরা তাকিয়ে আছেন ওই বৈঠকের দিকে। ওই বৈঠকে কি সিদ্ধান্ত হয়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.