Header Ads

পঞ্চায়েত সন্ত্রাসে নবতম সংযোজন! তৃণমূলের মারে আধমরা তৃণমূল যুবনেতা!


নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্য জুড়ে শাসক দলের তাণ্ডব অব্যাহত। দ্বিতীয় দফার মনোনয়নের দিনে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে সন্ত্রাসের খবর। মনোনয়ন জমা দিতে গিয়ে মার খেয়েছেন বিরোধীরা। এবার তৃণমূলের হাতে মার খেলো তৃণমূল যুবনেতা।
বারাবনি অঞ্চলে তৃণমূলের যুবনেতা বাপী সাহানা গোঁজ প্রার্থীর প্রস্তাবক হিসেবে এলে তাকে বারাবনি সমষ্টি দপ্তরের সামনে ফেলে বেধড়ক মারধোর করা হয়। শান্তিপূর্ণ নির্বাচন তো দূর অস্ত শান্তিপূর্ণ মনোনয়নই এরাজ্যে এখন দুঃস্বপ্ন, বলছে রাজনৈতিক মহল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.