Header Ads

মনোনয়ন জমা দেওয়ায় বাম সমর্থককে পুড়িয়ে মারল তৃণমূল!

নজরবন্দি ব্যুরো:পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। আদালতের নির্দেশে একদিন মনোনয়ন জমা-দেবার দিন বাড়িয়ে দেয় আদালত।
আর আজ সেই মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে আবারও রক্তাক্ত হল বাংলার মাটি। প্রায় প্রতিটি জেলা থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের হাতে বিরোধীদের আক্রান্ত হবার খবর আসতে থাকে। আক্রান্ত হয় সংবাদমাধ্যমও। জানা গিয়েছে, সিউড়িতে সিপিআই(এম) প্রার্থীর ভাসুর শেখ দিলদারকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এর পাশাপাশি পাঁশকুড়াতে বাম সমর্থকরা মনোনয়ন পত্র জমা দিতে গেলে তাদেরকে ব্যাপক মারধর করার অভিযোগ ওঠে। এখানেও অভিযোগের তির তৃণমূলের দিকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.