Header Ads

নিজের অবসর নিয়ে মুখ খুলেন যুবরাজ। কবে নেবেন সিদ্ধান্ত?


নজরবন্দি ব্যুরোঃ  ২০০০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন যুবরাজ। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান ভোলার নয়। এহেন যুবরাজ অবসর এর ব্যাপারে কি ভাবছেন? যুবি বলেন "যে কোনও পর্যায়েই হোক ২০১৯ সাল পর্যন্ত আমি খেলা চালিয়ে যেতে চাই আগামী বছরের শেষের দিকে কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে চাই" তার মানে তিনি আশা করছেন ২০১৯ বিশ্বকাপে তিনি খেলতে চান। 
যদিও চলতি আইপিএলে এখনও নজর কাড়তে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে তেমন পারফরম্যান্স নেই যুবরাজের তবু আশা ছাড়ছেন না। তিনি আরও বলেন " প্রত্যেককেই একসময় থামতে হয় আমি ২০০০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি প্রায় ১৭-১৮ বছর হয়ে গেল সুতরাং ২০১৯ সালের পরই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়"


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.