Header Ads

বলিউডে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলে বিস্ফোরক পরিচালক অনুরাগ কাশ্যপ।


নজরবন্দি ব্যুরোঃ কাঠুায় গণধর্ষণ কাণ্ড নিয়ে প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। বাদ পরেনি বলিউডও। কিন্তু বলিউডের ভিতরে যৌন হেনস্থার ঘটনা নিয়ে সে ভাবে কেও মুখ খুলেন না। কিন্তু এবার এবার বলিউডে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলে কার্যত বিস্ফোরক কিছু বক্তব্য রাখেন পরিচালক অনুরাগ কাশ্যপ

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনুরাগ জানিয়েছেন, যখন হেনস্থার সিকার মানুষটি নিজেসামনে আসবেন,তখন মানুষ তাঁর পাশে দাঁড়াতে পারবে কিন্তু সেই মানুষটিই যদি নিয়ে মুখ না খোলেন তাহলে তাঁর হয়ে কেউ কথা বলনে না তাঁরা এটাকে গুজব বলে আখ্যা দেবেন প্রসঙ্গে কথা বলেত গিয়ে অনুরাগ জানান, “ যৌন হেনস্থা সর্বত্র রয়েছে, তাহলে মানুষের এত উৎকণ্ঠা শুধু বলিউড নিয়ে কেন?' অনুরাগ জানান, 'আমি ১৯ বছর বয়স থেকে যৌন হেনস্থা নিয়ে সরব কারণ আমি এটা সহ্য করেছি...আমি আমির খানের অনুষ্ঠানে গিয়ে একথা বলেছি 

আজ আর বলি না, কারণ নিয়ে আর কেউ মাথা ঘামান না“ তিনি আরও  দাবী করেন বলিউডের ভিতরে যৌন হেনস্থার ঘটনা নিয়ে কেউই সরব হন না অনুরাগ বলেন, যতদিন না পর্যন্ত নিয়ে অত্যাচারের শিকার হওয়া মানুষটি মুখ খুলবেন, বা প্রতিবাদ করবেন , ততদিন পরিস্থিতির পরিবর্তন হওয়া মুশকিল


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.