এবার শিক্ষকদের মুচলেকা দিতে বাধ্য করবে সংসদ!নিয়ম আনছে রাজ্য।
নজরবন্দি ব্যুরো: আচরণবিধি চালুর অছিলায় রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাঁধতে চাইছে রাজ্য শিক্ষা দপ্তর।
এর সাথে সমানে পাল্লা দিয়ে এ বার উচ্চ মাধ্যমিকের খাতা দেখার দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক, স্ক্রু-টিনিয়ার এবং প্রধান পরীক্ষকদের মুচলেকা দিতে বাধ্য করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এমন সব তুঘলকি সিদ্ধান্ত স্কুলশিক্ষায় বেনজির বলেই মত শিক্ষক সংগঠনের। যদিও এই বিষয়ে সংসদ সভাপতি মহুমা দাস এক সংবাদমাধ্যমকে বলেছেন, উত্তরপত্র মূল্যায়ন ত্রুটিহীন ও ভুলভ্রান্তি মুক্ত করতেই এই উদ্যোগ।
এই প্রথম সংসদ পরীক্ষার খাতা দেখায় নিযুক্ত তিন স্তরের শিক্ষক ও শিক্ষিকাদের থেকে মুচলেকা নিচ্ছে। অভিযোগ পরীক্ষকদের মধ্যে ১০% শিক্ষক ও শিক্ষিকারা তাঁদের কাজ যথাযথ ভাবে পালন করে না। আর এর ফলে তথ্যজানার অধিকার আইনে ভুক্তভোগী কোনও পড়ুয়া খাতা দেখতে চাইলে বিপাকে পড়তে হয় সংসদকে। তাই এই দায় ঝেড়ে ফেলতে এই সিদ্ধান্ত।
এর সাথে সমানে পাল্লা দিয়ে এ বার উচ্চ মাধ্যমিকের খাতা দেখার দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক, স্ক্রু-টিনিয়ার এবং প্রধান পরীক্ষকদের মুচলেকা দিতে বাধ্য করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এমন সব তুঘলকি সিদ্ধান্ত স্কুলশিক্ষায় বেনজির বলেই মত শিক্ষক সংগঠনের। যদিও এই বিষয়ে সংসদ সভাপতি মহুমা দাস এক সংবাদমাধ্যমকে বলেছেন, উত্তরপত্র মূল্যায়ন ত্রুটিহীন ও ভুলভ্রান্তি মুক্ত করতেই এই উদ্যোগ।
এই প্রথম সংসদ পরীক্ষার খাতা দেখায় নিযুক্ত তিন স্তরের শিক্ষক ও শিক্ষিকাদের থেকে মুচলেকা নিচ্ছে। অভিযোগ পরীক্ষকদের মধ্যে ১০% শিক্ষক ও শিক্ষিকারা তাঁদের কাজ যথাযথ ভাবে পালন করে না। আর এর ফলে তথ্যজানার অধিকার আইনে ভুক্তভোগী কোনও পড়ুয়া খাতা দেখতে চাইলে বিপাকে পড়তে হয় সংসদকে। তাই এই দায় ঝেড়ে ফেলতে এই সিদ্ধান্ত।
Loading...
কোন মন্তব্য নেই