Header Ads

সুযোগ পেলে আবার মাধুরীকেই বিয়ে করতে চান সঞ্জয়! কি বললেন সঞ্জু শুনে নিন।


নজরবন্দি ব্যুরোঃ তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি যেমন ছিল অফস্ক্রিন কেমিস্ট্রিও ছিল থিক তেমনই। সেসময় তাঁদের প্রেম নিয়ে বলিউডে জলঘোলা কম হয়নি। তাঁরা হলেন মাধুরী-সঞ্জয়। সঞ্জয়ের সঙ্গে বিয়ে হোক মাধুরীর তা চাননি তাঁর পরিবার। বিশেষ করে মাধুরীর মার পছন্দের পাত্র ছিলেন না সঞ্জু।
এরপর গোদের ওপর বিষফোঁড়ার মতো সামনে আসে সঞ্জয়ের অস্ত্র মামলায় জেল। এই ঘটনার পরেই বিচ্ছিন্ন হয়ে যান তাঁরা। কিন্তু দীর্ঘ ২১ বছর পরেও সঞ্জুর হৃদয়ে এখনো বিরাজ করেন মাধুরী। একটি ইন্টার্ভিউতে তাঁকে প্রশ্ন করা হয়, যদি ভবিষ্যতে কাউকে বউ হিসেবে আরও একবার বিয়ে করতে চান তাহলে কাকে বাছবেন? সঞ্জয় সটান বলেন, সুযোগ পেলে আমি মাধুরীকে বিয়ে করবো। তিনি আরও বলেন, কেউ মান্যতা দত্তকে চেনেন? চেনেন না?
যদিও এই প্রশ্নোত্তর পর্ব ছিল সবটাই মজার। তবুও কোথাও যেন সব মজা কাটিয়ে সেই চিরন্তন ভালোবাসাই বেরিয়ে আসে সঞ্জুর হৃদয়ের মণিকোঠা থেকে। সেই ভিডিওতে কি বলেছিলেন সঞ্জু বাবা, দেখে নিন-

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.