Header Ads

বিএড নিয়ে নয়া ভাবনা,জটিল হতে চলেছে নিয়ম! সমস্যায় পড়বেন পড়ুয়ারা।

নজরবন্দি ব্যুরো: এবার থেকে বিএডে ভর্তি হতে গেলে দিতে হবে প্রবেশিকা পরীক্ষা!এমন এক গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিতে চলেছে রাজ্য। উচ্চশিক্ষা দফতরের অনুমতি পেলেই চলতি বছর থেকেই এই পদ্ধতি শুরু হতে পরে।
শিক্ষক হতে গেলে এতদিন রাজ্য স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতে বসা ছিল স্বাভাবিক নিয়ম।ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষক হতে গেলে বিএড বাধ্যতামূলক হয়েছে। এবার বিএডে ভর্তি হতে হলেও বসতে হবে প্রবেশিকা পরীক্ষাতে।আর এই প্রবেশিকা পরীক্ষাতে সফল হলে তবেই মিলবে রাজ্যের প্রায় ৪১২ টি বিএড কলেজের পড়ার সুযোগ।
এই নিয়ে এক হবু শিক্ষক আমাদের প্রতিনিধিকে বলেন, যদি পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হয়, তাহলে বিএড পড়বে গেলে কেন পড়ুয়াদের লক্ষ-লক্ষ টাকা দিতে হবে? সেই ব্যাপারে রাজ্য সরকার কেন কোন ব্যবস্থা নেবেনা ? পরীক্ষা নেওয়া হবে আবার টাকাও নেওয়া হবে! এই নিয়ম চলতে পারেনা। 

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.