পঞ্চায়েত ভোট হচ্ছে নির্ধারিত তারিখেই? নির্বাচন নিয়ে কোন পথে আদালত?
নজরবন্দি ব্যুরোঃ ঘোষণা অনুযায়ী,
নির্বাচন শুরুর আর বেশি বাকি নেই। আগামি মাসের প্রথম দিন অর্থাৎ ১ মে থেকেই শুরু
হওয়ার কথা ছিল ভোট। কিন্তু তা আদৌ নির্ধারিত তারিখে হচ্ছে কিনা এই নিয়ে দোলাচল
শুরু হয় পঞ্চায়েত মামলায় আদালতের স্থগিতাদেশ বাড়ার ঘটনায়। এবার আদালতে নিজের
অবস্থান স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন।
আদালতে সিঙ্গল বেঞ্চে বিচারপতি
সুব্রত তালুকদারের এজলাসে নির্বাচন কমিশনের আইনজীবী পরিষ্কার জানিয়ে দেন, রমজান
মাসে ভোট সম্পন্ন করা কোনোমতেই সম্ভব না। তাই আদালত পঞ্চায়েত নির্বাচনের ওপর যে
স্থগিতাদেশ দিয়েছে তা দ্রুত প্রত্যাহারের আর্জি জানিয়েছে কমিশন। রাজ্য নির্বাচন
কমিশনের তরফে বলা হয়েছে, সামনেই রমজান মাস। তখন ভোট করা একেবারেই সম্ভব না। আর সেই
কারণে পুরনো সময়সূচী অনুযায়ী ভোট করে মে মাসের ১৫ তারিখের মধ্যে ভোটের ফল প্রকাশ
করার পক্ষে সওয়াল করেন কমিশনের আইনজীবী। তবে আদালতের সিদ্ধান্ত এখনো জানা যায়নি।
Loading...
কোন মন্তব্য নেই