Header Ads

বিজেপি-র প্রস্তাব সযত্নে ফেরালেন আনিল-রাহুল।



নজরবন্দি ব্যুরোঃ কর্ণাটকে আগামী ১২ মে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণবিজেপি ২২৪ আসনের মধ্যে প্রথম দফায় ৭২ এবং দ্বিতীয় দফায় ৮২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।এবার তাঁরা চাইছেন কিছু পরিচিত বা বিখ্যাত মুখ।
কারণ এবার বিজেপি কর্ণাটকে জয় পেতে মরিয়া। তাই বিজেপির পক্ষ থেকে প্রক্তন ২ ক্রিকেটার অনিল কুম্বলে রাহুল দ্রাবিড়কে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের খবর কুম্বলে দ্রাবিড়ের সঙ্গে বিষয়ে একাধিকবার আলোচনায় বসেন বিজেপি নেতারা তাঁরা এই দুই ক্রিকেটারকে রাজি করানোর জন্য সব রকম চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁদের শূন্য হাতে ফিরিয়েছেন এই দুই ক্রিকেটার। এই দুই ক্রিকেটার প্রার্থী হলে তরুণ ভোটারদের সমর্থন পাওয়া যাবে।

তাঁদের প্রস্তাব দেওয়া হয় একজনকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হবে এবং অন্যজনকে লোকসভা বা রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করা হবে তবে বিষয়ে রাহুল কে প্রশ্ন করা হলে তিনি কোন মন্তব্য করেননি।কুম্বলে ঘনিষ্ঠ সূত্রে বলেন বিজেপি নেতারা তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে তাঁরা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাবে রাজি হননি


Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.