এবার ফেসবুক করলেই মোবাইল রিচার্জের সুবিধা! কি ভাবে পাবেন জানুন।
নজরবন্দি ব্যুরোঃ সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ
গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাপ হল ফেসবুক। বন্ধু এবং প্রয়োজনীয় ব্যক্তিদের সাথে
যোগাযোগের অন্যতম মাধ্যম এটি। চ্যাটের মাধ্যমে খুনসুটি, ছবি আদানপ্রদান ইত্যাদি সুবিধা
তো ছিলই, এবার ফেসবুক আনল নতুন সুবিধা।
ফেসবুকের মাধ্যমে মোবাইল রিচার্জ করা যাবে এবার
থেকে। এই সুবিধা পেতে গেলে নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে।
প্রথমে, ফেসবুকের আপডেটেড ভার্সান ডাউনলোড করতে
হবে।
তারপর নতুন ভার্সানের ফেসবুকের ডানদিকে মেনু
বাটনে গেলে দেখা যাবে 'মোবাইল টপ আপ' অপশন।
এই 'মোবাইল টপ আপ' অপশনের মধ্যে আছে রিচার্জ
অপশন।
সেখানে গিয়ে মোবাইল নম্বর, কত টাকার রিচার্জ
করবেন সেই টাকার পরিমাণ সহ অন্যান্য তথ্য দিয়ে ডেবিট কিংবা ক্রেডিট কার্ড-এর
মাধ্যমে পে করুন।
আপনার মোবাইল রিচার্জ হয়ে যাবে।
Loading...
কোন মন্তব্য নেই