Header Ads

রয়্যালসের বিপক্ষে "রয়্যাল" জয় কেকেআর-এর


শুভব্রত মুখার্জিঃ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স অ্যাওয়ে ম্যাচে  হারাল রাজস্থান রয়্যালসকে।  টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কেকেআর। কুরানের ভালো বোলিংয়ের সৌজন্যে, ১৬০/৮ আটকে যায় রাজস্থান রয়্যালসের ইনিংস। রাহানে ৩৬ এবং সর্ট ৪৪ রান করেন। ২টি করে উইকেট নেন রানা এবং কুরান।
ব্যাট করতে নেমে  শূন্য রানে আউট হন নাইটদের ওপেনার ক্রিস লিন। নারিন ৩৫, উথাপ্পা ৪৮ , নীতিশ রানা অপরাজিত ৩৫, দীনেশ কার্তিকের অপরাজিত ৪২ রানে ভর করে  লক্ষ্যে পৌঁছে যায় নাইটরা। গৌথাম ২টি উইকেট দখল করেন।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.