Header Ads

টাটা স্টিলেনিয়াম কাপ ২০১৮.. Exclusive

শুভব্রত মুখার্জি: ২০০৭ সালে পথ চলা শুরু করা " ডিসএবেলড স্পোর্টিং সোসাইটির " নিয়ন্ত্রনাধীন "ফিজিক্যালি চ্যালেঞ্জড বেঙ্গল ক্রিকেট  এসোসিয়েশনের" উদ্যোগে কলকাতার বুকে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের নিয়ে ভারত, বাংলাদেশ এবং নেপালের মধ্যে এক ত্রিদেশীয় আন্তর্জাতিক টি-২০ সিরিজ টাটা স্টিলেনিয়াম কাপ ২০১৮। ভারতীয় দলের নেতৃত্বে আছেন বিশেষভাবে সক্ষমদের ক্রিকেট ইতিহাসে একমাত্র শতরান করে নজিরসৃষ্টিকারী বিশ্বের প্রথম ব্লেড ক্রিকেটার এবং পশ্চিমবঙ্গের প্রথম ব্লেড রানার শুভ্র জোয়ারদার। ২৫শে এপ্রিল ভারত বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। ২৬ এপ্রিল বাংলাদেশ খেলবে নেপালের সঙ্গে, ২৭ এপ্রিল ভারত খেলবে নেপালের সঙ্গে। ২৮ এপ্রিল বেহালায় ইস্টার্ন রেলওয়ের কমপ্লেক্সের মাঠে হবে ফাইনাল।



প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলনে "ডিসএবেলড স্পোর্টিং সোসাইটির" তরফ থেকে  তাদের ভবিষ্যৎ টুর্নামেন্টের ক্রীড়াসূচিও প্রকাশ করা হয় । আসুন একনজরে দেখে নেওয়া যাক সেই সূচি :-


১.  ২০১৮,মে জয়পুর,  
     রাজস্থানে‌ ১৮ টি রাজ্যের  
     জাতীয় টুর্নামেন্ট।


২.   ২০১৮, জুন মাসে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজ।



৩.    ২০১৮, নভেম্বর শ্রীলঙ্কার
       বিপক্ষে ৩টি টি-২০ এবং
     ৩দিনের একটি টেস্ট ম্যাচ।


৪.   ২০১৯, জুলাইয়ে ইংল্যান্ডে ১ম বিশ্বকাপ।


অধিনায়ক শুভ্র জোয়ারদার জানান " এই প্রতিযোগিতায় ভাল ফল করতে এবং ভাল খেলার জন্য দলের প্রত্যেক খেলোয়াড় মুখিয়ে আছেন। মৈত্রী কাপে দলের হয়ে যেরকম পারফরম্যান্স দিয়ে দলকে জয় এনে দিতে সক্ষম হয়েছিলাম আশা করি এই টুর্নামেন্টে ও সেরকম পারফরম্যান্স ধরে রেখে দলকে চ্যাম্পিয়ান করতে সমর্থ হব।"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.