শাসকের চোখে চোখ রেখে টক্কর! সেই 'ভয়েই' বিজেপির অফিসে আগুন লাগালো তৃণমূল। অভিযোগ।
নজরবন্দি, বালুরঘাটঃ পঞ্চায়েত
ভোট কবে হবে তা নিয়ে যখন সব রাজনৈতিক দল উচ্চ আদালতের দিকে তাকিয়ে সে সময়ও কিন্তু
ভোট নিয়ে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিজেপির পার্টি অফিস ভাঙচুর ও ফ্ল্যাগ ফেস্টুন
ছেড়ার অভিযোগ তুলল বিজেপি। পার্টি অফিস ভাঙচুর ও ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ার ঘটনাটি ঘটেছে
গতকাল রাত্রে দক্ষিন দিনাজপুর
জেলার তপন থানার বালাপুরে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক
উত্তেজনা ছড়িয়েছে। যদিও গোটা ঘটনাকে জেলা বিজেপির গোষ্টীদ্বন্দের জের বলে
অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের তরফে। অপরদিকে জেলা
বিজেপির সভাপতি শুভেন্দু সরকার অভিযোগ জানিয়ে বলেন, ক্ষমতাসীন দল তপন সহ জেলার
বিভিন্ন এলাকায় বিজেপির শক্তি ক্রমশ শক্তিশালি হওয়ার ভয়ে ভীত হয়ে পড়েছে। তিনি আরও
অভিযোগ জানিয়ে বলেন, তপনের বালাপুরের সব আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। এর
পাশাপাশি এলাকায় ক্ষমতাসীন দলকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেওয়ায় ওই দলের নেতা
কর্মীরা ভিত হয়ে পড়েছে। আর সেই কারণেই গতকাল রাত্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা
তাদের বালাপুর পার্টি অফিসের ফ্ল্যাগ ফেস্টুন ও অফিস ভাঙচুর চালায়।
বিজেপির অভিযোগ, ভাঙচুরের
পাশাপাশি দলের দফতরে অগ্নি সংযোগের চেষ্টা চালায় তৃণমূল দুষ্কৃতীরা। এরপর স্থানীয়
বাসিন্দারা চলে এলে অন্ধকারে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাসিন্দারাই এসে আগুন নেভানোয়
বড়সড় ক্ষয়ক্ষতি সে ভাবে হতে পারেনি বলে তিনি জানান। পুলিশ এখনো পর্যন্ত তদন্তের
ব্যাপারে গুরুত্ব দিচ্ছে না বলেই দাবি গেরুয়া শিবিরের। যদিও তপন থানা
পুলিশের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
Loading...
কোন মন্তব্য নেই