১২ লক্ষ টাকা জরিমানা বিরাট কোহলির!
নজরবন্দি ব্যুরোঃ একে ঘরের মাঠে ২০০ উপর রান করেও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পরাজয় তার উপর স্লো - ওভার রেটের জন্য জরিমানা হল ভারতীয় জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির।
কেটে নেওয়া হল তার ম্যাচ ফি'র ১২ লক্ষ টাকা। এই মরসুমে এটাই বিরাটের প্রথম জরিমানা। দ্বিতীয়বার এই ঘটনা ঘটলে ম্যাচে নির্বাসন ও হতে পারে কোহলির।

No comments