২৫ শে মে রিলিজ হচ্ছে জন আব্রাহামের "পোখরান"
শুভব্রত মুখার্জি: ক্রিআর্জ এন্টারটেইনমেন্ট এবং জন আব্রাহাম এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় ভারতের প্রথম পরমানু পরীক্ষাকে কেন্দ্র করে তৈরি ছবি "পোখরান" মুক্তি পাবে আগামী ২৫ শে মে।
নিজেদের টুইটার অ্যাকাউন্টে নতুন ছবির পোস্টার দিয়ে একথা ঘোষণা করল দুই প্রযোজনা সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য এই ছবিটি নিয়ে দুই প্রযোজনা সংস্থার মতবিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছিল।
Loading...
কোন মন্তব্য নেই