অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হলেন শিখর ধবন এবং স্মৃতি মন্ধনা
নজরবন্দি ব্যুরোঃ লাগাতার ভাবে দেশের জার্সিতে ভাল ফল করার পুরস্কার সরূপ ২ ভারতীয় ক্রিকেটারের নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করল বিসিসিআই
তাঁরা হলেন শিখর ধবন এবং স্মৃতি মন্ধনা।বিসিসিআইয়ের কার্যকরী সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরি বলেন, "আমরা অর্জুন পুরস্কারের জন্য শিখর ধবন এবং স্মৃতি মন্ধনার নাম মনোনীত করেছি।" ২০১৩ সালে অভিষেক টেস্টেই অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান করে শুরু
করেন তাঁর টেস্ট ক্যারিয়ার।অপর দিকে ২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতকে তোলার পিছনেও গুরুত্বপূর্ণ অবদান ছিল স্মৃতির। ক্রমাগত ভাল পারফরম্যান্সের সৌজন্যে আইসিসি ক্রমতালিকায় চতুর্থ স্থান অর্জন করেন তিনি।

No comments