Header Ads

লড়াই যেন সেয়ানে সেয়ানে, শেষপর্যন্ত ধোনি ঝড়ে উড়ে গেল আরসিবি।


নজরবন্দি ব্যুরোঃ লড়াই যেন সেয়ানে সেয়ানে,কিছুটা বোঝা গেয়েছিল প্রথমেই কিন্তু বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যা হলো কার্যত তা আপামর ক্রিকেট প্রেমী দের মন ছুঁয়ে যাওয়ার মতোই বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে পরাস্ত করলো মহেনদ্র সিংহ ধোনির চেন্নাই  সুপার কিংস।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিঠান্ত নেন ধোনি।  কোহলি (১৫ বলে ১৮) আউট হওয়ার পর ম্যাচের হাল ধরেন কুইন্টন ডি কক (৩৭ বলে ৫৩), এবি ডিভিলিয়ার্স (৩০ বলে ৬৮) এবং মনদীপ সিংহ (১৭ বলে ৩২)।তাদের ব্যাট থেকে উঠে আসে  ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২০৫ রান। চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট দখল করেন শার্দুল ঠাকুর, ডোয়েন ব্রাভো ও ইমরান তাহির। কিন্তু তাতেও শেষরক্ষা হলো না আরসিবি র।
জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেট হাতে নিয়েই জয়ের রাইডু এবং ধোনি দুরুন্ত বাটিং এ ভর করে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। এদিন  অম্বাতি রায়ুডু। ৫৩ বলে ৮২ রান করেন, এছড়া, এক বিধ্বংসী ইনিংস  উপহার দেন ভারতীয় বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। মাত্র ৩৪ বলে তাঁর ৭০ রানের ইনিংসই ম্যাচের ফলাফল এ মোড় ঘুরিয়ে দেয় চেন্নাই এর দিকে । এদিন ধোনি মেরেছেন ১টি চার। হাঁকিয়েছেন ৭টি ছক্কা। স্বাভাবিকভাবেই, ম্যান অফ দা ম্যাচ হন তিনিই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.