মঙ্গলবার থেকেই আপার প্রাইমারির মামলা নতুন মোড় নিচ্ছে? পঞ্চায়েতের আগে চাপে রাজ্য সরকার।
নজরবন্দি ব্যুরোঃ টানা ৬৯ দিন পর আইনজীবীদের
কর্মবিরতি উঠেছে গতকাল। স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ হয় হাইকোর্টে। এছাড়াও আরও ৪
জন নতুন বিচারপতি নিয়োগ করা হয়। নতুন বিচারপতি নিয়োগে তাদের দাবি পূরণ হওয়ায় গতকাল
থেকে কর্মবিরতি তুলে নেয় হাইকোর্টের বার কাউন্সিল।
আদালত সূত্রে খবর, সোমবার শপথ নেবেন নতুন ভাবে
নিয়োগ হওয়া বিচারপতিরা। আর আদালতের কাজকর্ম শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকে।
আপার প্রাইমারি সংক্রান্ত বেশ কয়েকটি মামলা দীর্ঘদিন
ধরে আদালতের বিচারাধীন। চাকরি প্রার্থীরা নিয়োগের দাবি নিয়ে বারবার সরকারি আমলা
থেকে নেতা-মন্ত্রীদের দরজায় ঘুরেছেন।
তাদের বারবার একটাই জিনিস বোঝানো হয়েছে, আপার নিয়ে বেশ কয়েকটি মামলা আদালতের বিচারাধীন। সেই কারণেই তাদের নিয়োগ করা যাচ্ছে না।
তাদের বারবার একটাই জিনিস বোঝানো হয়েছে, আপার নিয়ে বেশ কয়েকটি মামলা আদালতের বিচারাধীন। সেই কারণেই তাদের নিয়োগ করা যাচ্ছে না।
কর্মবিরতি উঠে গিয়ে আগামিকাল নতুন বিচারপতিরা
শপথ নেওয়ার পর ঠিক হয়ে যাবে, কোন বিচারপতির এজলাসে আপার প্রাইমারির মামলা শুনানি
ফের শুরু হবে।
সূত্রের খবর, মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাবে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার শুনানি। এই মামলার অগ্রগতি শুরু হয়ে গেলে যে কোনো দিন নিয়োগ সংক্রান্ত রায় দিতে পারে মহামান্য আদালত। ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে যথেষ্ট চাপে রাজ্য সরকার।
সূত্রের খবর, মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাবে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার শুনানি। এই মামলার অগ্রগতি শুরু হয়ে গেলে যে কোনো দিন নিয়োগ সংক্রান্ত রায় দিতে পারে মহামান্য আদালত। ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে যথেষ্ট চাপে রাজ্য সরকার।
Loading...
Loading...
কোন মন্তব্য নেই