দলবদল নিয়ে বিবাদে জড়াল ইস্টবেঙ্গল ও মিনার্ভা!
নজরবন্দি ব্যুরোঃ দলবদলের বাজারে এবার মিনার্ভা থেকে ৪ জন খেলোয়াড় সই করেছে লালহলুদে। তাঁরা হলেন দীপক দেবরানি, সুখদেব সিং, গগনদীপ বালি ও কাসিম। কিন্তু ট্রান্সফার ফি নিয়ে আপত্তি তুলেছেন মিনার্ভা এফ সি-র মালিক রাঞ্জিত বাজাজ।
তিনি সংবাদ মাধ্যম কে বলেছেন
“সুখদেব, দীপক ও বালির ২০১৯ সাল পর্যন্ত চুক্তি আছে। আর যদি কাসিম ইস্টবেঙ্গলের হয়ে খেলতে চায় তাহলে ওদের অবশ্যই ট্রান্সফার ফি দিতে হবে। চেঞ্চো ও কাসিমের সঙ্গে আমাদের আইনি চুক্তি আছে। যেখানে স্পষ্ট লেখা আছে, আগ্রহী ক্লাব যদি ট্রান্সফার ফি না দেয় তাহলে তাঁরা কোনও ক্লাবে সই করতে পারবেন না। এই বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।” এই কথার পরিপ্রেক্ষিতে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন “আমরা ওই খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করেছি। খেলোয়াড়দের পুরোনো ক্লাব থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে। যদি পায় তাহলে আমাদের হয়ে খেলবে। নাহলে নয়।”
Loading...
কোন মন্তব্য নেই