Header Ads

৬৯ দিন পরে উঠল হাইকোর্টের কর্মবিরতি ।

 নজরবন্দি ব্যুরো: টানা ৬৯ দিন পর আইনজীবীদের কর্মবিরতি উঠল। স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ হল হাইকোর্টে। আরও চারজন নতুন বিচারপতি নিয়োগ করা হয় ।
নতুন বিচারপতি নিয়োগে, তাদের দাবি পূরণ হওয়ায় শনিবার থেকে কর্মবিরতি তুলে নেয় হাইকোর্টের বার কাউন্সিল। আইনজীবীদের দাবি ছিল হাইকোর্টে দিনের পর দিন বহু মামলা ঝুলে রয়েছে পর্যাপ্ত সংখ্যক বিচারপতি না থাকার কারণে। আর এর ফলে সমস্যায় পড়ছেন কয়েক হাজার মামলাকারীরা। এবিষয়ে বারবার সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেও কোন কাজ না হওয়াতে অবশেষে গত ফেব্রুয়ারি থেকে টানা কর্মবিরতি শুরু করেন আইনজীবীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.