Header Ads

আবার বঞ্চিত! কেন? ক্ষোভে ফুঁসছে শিক্ষকরা।

নজরবন্দি ব্যুরো: সরকারি কর্মচারীরা টানা চারদিন ছুটি পেতে চলেছেন, সেখানে উত্তর দিনাজপুরের শিক্ষকরা বঞ্চিত হতে চলেছে বলে খবর।শনি,রবি ও সোমবার স্কুল খোলা রাখতে নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে জেলাশাসক।ওই চিঠিতে বলা হয়েছে, ভোটের ডিউটি সংক্রান্ত চিঠি গ্রহণ করার জন্য স্কুল খোলা রাখতে হবে।
এই নির্দেশিকা পাবার পর ক্ষোভ জন্মেছে শিক্ষকদের মধ্যে।
এই বিষয় নিয়ে সরকারি আধিকারিকরা বলছেন, এই পরিস্থিতিতে আর ছুটি কাটানোর পরিকল্পনা না করাই ভাল। কারণ হিসাবে তাঁরা বলেন, ভটের আগে প্রশিক্ষণের সময় আর বেশি নেই।তাই এই স্কুল খুলে রাখার নির্দেশ।
এই বিষয়ে এক শিক্ষক নেতা বলেন, আমরা শিক্ষক বলে কি আমাদের বিশ্রামের প্রয়োজন নেই?
স্কুল খোলা থাকাকালীন এইগুলো করাই যেতে পারত। এর থেকে একটা বিষয় পরিষ্কার সরকারের গুড-বুকে আমাদের নাম নেই।
কারণ হিসাবে এই নেতা বলেন, আমারা বার বার ডিএ বা মহার্ঘভাতা নিয়ে সরব হবার জন্য এই মাসুল দিতে হচ্ছে। তবে এই ভাবে আর বেশিদিন আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমাদের প্রাপ্য আমদের বুঝিয়ে দিতে হবে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.