ক্ষমা চাইলেন বিপ্লব দেব।
নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই
মুহূর্তে বিপ্লব দেব। কিছুদিন আগেই বাম জমানার অবসান ঘটিয়ে ত্রিপুরায় সরকার গঠন
করেছে বিজেপি। এরপর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে প্রধান বক্তার আসনে দেখা যাচ্ছে
বিপ্লব দেবকে। সেই বক্তার আসন থেকেই বিভিন্ন 'অজানা' তথ্য দিচ্ছেন মুখ্যমন্ত্রী
বিপ্লব দেব।
কখনো তিনি বলেছেন মহাভারতের যুগেও ইন্টারনেট
ব্যবহার ছিল। আবার কখনো বলেছেন, "এতদিন ক্ষমতায় থেকে কি করেছেন মমতা
বন্দ্যোপাধ্যায়? আমি ৩ বছরে তার চেয়ে বেশি কাজ করে ফেলবো।" গত ২৬ এপ্রিল
বিপ্লব বাবু বলেন, "বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় সব পূর্ব নির্ধারিত থাকে।
এখানে অনেক মেয়েরই যোগ্যতা থাকে না। এক্ষেত্রে তিনি ডায়না হেডেন-এর নাম উল্লেখ
করেন।
এই কথা বলার জন্য আজ ক্ষমা চাইলেন বিপ্লব দেব।
তিনি বলেন, কাউকে আঘাত দেওয়া তাঁর উদ্দেশ্য নয়। যদি কেউ আঘাত প্রাপ্ত হন তাহলে
তিনি দুঃখিত।
Loading...
কোন মন্তব্য নেই