কলেজ পড়ুয়াদের জন্য বড় খবর, অনার্স ও পাশ কোর্সে আসছে বড়সড় পরিবর্তন!
নজরবন্দি ব্যুরো: এবার আর শুধু অনার্সের নম্বরের ভিত্তিতে পরীক্ষার ফল বিচার করা হবে না।
অনার্স এর সাথে পাশ পেপারের নম্বর যোগ করে তার গড় বের করে ফলপ্রকাশ করবে কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে আগের মতো আর মার্কশিটে প্রথম শ্রেণি বা দ্বিতীয় শ্রেণী বলে কিছু উল্লেখ থাকবে না।
বদলে দেওয়া হবে গ্রেড সিস্টেম। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সিবিসিএস চালু হয়েছে, তার ফলে এই পরিবর্তন।
খুব তাড়াতাড়ি আর্টস ও সায়েন্সে সিবিসিএস চালু হয়ে যাচ্ছে। গত বছর কমার্সে এই নিয়ম চালু হয়েছে। এর পাশাপাশি, এই বিধিতে রয়েছে একাধিক নতুন ধারাও। সূত্রের খবর, ইউজিসি’র নিয়ম মেনেই বিশ্ববিদ্যালয় তাদের এই নিয়ম তৈরি করেছে। আগামী সিন্ডিকেট বৈঠকে তা পেশ করা হবে বলেই খবর।
খুব তাড়াতাড়ি আর্টস ও সায়েন্সে সিবিসিএস চালু হয়ে যাচ্ছে। গত বছর কমার্সে এই নিয়ম চালু হয়েছে। এর পাশাপাশি, এই বিধিতে রয়েছে একাধিক নতুন ধারাও। সূত্রের খবর, ইউজিসি’র নিয়ম মেনেই বিশ্ববিদ্যালয় তাদের এই নিয়ম তৈরি করেছে। আগামী সিন্ডিকেট বৈঠকে তা পেশ করা হবে বলেই খবর।
Loading...
কোন মন্তব্য নেই