Header Ads

জয়ের খুশিতে মায়ের মন্দিরে পূজো দিলেন তৃণমূল বিধায়ক৷


নজরবন্দি,আসানসোলঃ পাণ্ডবেশ্বর বিধান সভা এলাকার লাউদোয়া-ফরিদপুর ও পাণ্ডবেশ্বর ব্লকে মোট ১১২টি জিপি৷যার মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই তৃণমূল ১০৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় সুনিশ্চিত করে৷পরবর্তী ক্ষেত্রে পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে ও দলের নির্দেশ মেনে বিক্ষুদ্ধরাও মুচলেকা দিয়ে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তে দলের নিয়ম মেনে
কাজ করতে রাজি হওয়ায় প্রায় ৯৯%আসনেই জয় লাভ করে যায় তৃণমূল৷এই খবরে সোমবার আসানসোলের ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দিলেন এলাকার বিধায়ক জীতেন্দ্র তিওয়ারী৷পুজো দিয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান,রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা দিদির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে চাইছে সবাই৷তাই দিদির মঙ্গল কামনায় তৃণমূলের মঙ্গল কামনায় এলাকার দুহাজার কর্মী সমর্থকদের সাথে নিয়ে এই পুজোর আয়োজন৷মায়ের আশীর্বাদ নিয়েই আমরা আগামী দিনের প্রচার শুরু করলাম৷

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.