Header Ads

কানহাইয়াতে ভরসা সিপিআই-এর।

নজরবন্দি ব্যুরো: সিপিআই-এর জাতীয় পরিষদে অন্তর্ভুক্ত করা হল ছাত্র নেতা ও যুব আইকন কানহাইয়া কুমারকে। সিপিআই-এর ২৩ তম কংগ্রেস কেরলের কোল্লামে এস সুধাকর রেড্ডিকে সিপিআই-এর সাধারণ সম্পাদক হিসেবে আবার নির্বাচিত করা হয়েছে। এর পাশাপাশি জাতীয় কর্মসমিতির ১২৫ জনের তালিকায় স্থান দেওয়া হয়েছে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন প্রেসিডেন্ট কানহাইয়া কুমারকে।

সিপিআই সূত্রে খবর, সিপিআই-এর জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়েছেন, সি দিবাকরণ, সত্যান মোকেরি, সিএন চন্দ্রন, কমলা সদানন্দন।


Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.