এক দিনেই নির্বাচন করার দাবি তৃণমূলের! মানবে কি কমিশন?
নজরবন্দি ব্যুরো: প্রয়োজনে পঞ্চায়েত ভোট হোক এক দিনে। কমিশনে এমনই প্রস্তাব রাখলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
আজ সুব্রত বক্সিকে নিয়ে পার্থ চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনারের কাছে আবেদন রাখেন, রমজানের আগেই নির্বাচন শেষ করা জরুরি। কারণ, তারপরেই বর্ষা শুরু হবে।
মনোনয়নের দিনক্ষণ আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। আদালতের দ্বারস্থ হওয়ায় তা জটিল হয়ে যায়। আর বিলম্ব না করে দ্রুত নির্বাচন শেষ করা জরুরি।
আর সেই কারণেই পার্থ-বাবু প্রস্তাব রাখেন প্রয়োজনে একদিনে ভোট করা হোক। তাহলে রমজানের আগে ভোট ও ভোটগণনা- সবই সেরে ফেলা যাবে। এই প্রস্তাব এখন নির্বাচন কমিশনের কোর্টে। এই প্রস্তাব রেখে পার্থ চট্টোপাধ্যায় জানান, নির্বাচন কমিশনে আমরা আমাদের প্রস্তাব রেখেছি। এরপর নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, তা আমাদের দল মেনে নেব।
এখন দেখার নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়। আর সেই দিকে তাকিয়ে রাজ্যের জনগণ।
মনোনয়নের দিনক্ষণ আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। আদালতের দ্বারস্থ হওয়ায় তা জটিল হয়ে যায়। আর বিলম্ব না করে দ্রুত নির্বাচন শেষ করা জরুরি।
আর সেই কারণেই পার্থ-বাবু প্রস্তাব রাখেন প্রয়োজনে একদিনে ভোট করা হোক। তাহলে রমজানের আগে ভোট ও ভোটগণনা- সবই সেরে ফেলা যাবে। এই প্রস্তাব এখন নির্বাচন কমিশনের কোর্টে। এই প্রস্তাব রেখে পার্থ চট্টোপাধ্যায় জানান, নির্বাচন কমিশনে আমরা আমাদের প্রস্তাব রেখেছি। এরপর নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, তা আমাদের দল মেনে নেব।
এখন দেখার নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়। আর সেই দিকে তাকিয়ে রাজ্যের জনগণ।
Loading...
কোন মন্তব্য নেই