Header Ads

রাজ্যের স্কুলগুলিকে গুরুত্বপূর্ণ নির্দেশ । না মানলে শাস্তি!

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষায় সরকারি অর্থের ব্যবহার নিয়ে বিতর্ক দীর্ঘদিনের।  চিরকালীন অভিযোগ সরকার টাকা দেয় কিন্তু তার সদ্ব্যবহার করেনা স্কুল গুলি, জমা দেয়না শংসাপত্র!!  এবারেও সেই একই অবস্থা একাধিক স্কুলে! সরকারকে শংসাপত্র জমা দেদেয়নি অনেক স্কুল। তাই এই ব্যাপারে কড়া মনোভাব নিচ্ছে স্কুলশিক্ষা দফতর। স্কুল শিক্ষা দফতর রাজ্যের জেলা স্কুল পরিদর্শকদের এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
উল্লেক্ষ্য, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব জেলা স্কুল পরিদর্শককে নিয়ে গত বৃহস্পতিবার বৈঠক করে স্কুলশিক্ষা দফতর। সব স্কুলকে অবিলম্বে শংসাপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেখানেই।  শংসাপত্র জমা না দিলে পরবর্তীকালে টাকা দেওয়া হবেনা বলে জানানো হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.