নীল ঝড়ে ডুবল নৌকা।
নজরবন্দি ব্যুরোঃ ইস্টবেঙ্গলকে হারিয়ে সুপার কাপ ফাইনাল জিতল বেঙ্গালুরু এফসি৷ ফলাফল ৪-১।
খেলা শুরুর
২৭ মিনিটের মাথায় ক্রোমার গোলে এগিয়ে যায় লাল-হলুদ। কিন্তু বেশিক্ষণ তা ধরে
রাখতে পারেনি খালিদের ছেলেরা। ৩৯ মিনিটে গোল করে বেরিয় যান রাহুলে ভেকে। প্রথমার্ধ
শেষ হয় ১-১ ব্যবধানে৷ দ্বিতীয়ার্ধে অবশ্য একতরফা ম্যাচে আধিপত্য দেখিয়ে খেলতে
শুরু করে বেঙ্গালুরু। যার উত্তর দেবার কনো রাস্তা ছিলনা ইস্ট বেঙ্গলের। ফলে দ্বিতীয়ার্ধে
তিনটি গোল করে বেঙ্গালুরু৷ পেনাল্টি থেকে সুনীল৷ তারপর মিকু আর সব শেষে পেরেক
পোঁতার কাজটি করেন সুনীল। এত ঝামেলার মধ্যে থেকে কি করে ভালো ফুটবল উপহার দেওয়া
যায়? এবার এই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞ থেকে সমর্থকরা। কি উত্তর দেবেন ক্লাব
কর্তারা?
কোন মন্তব্য নেই