জন্মদিনে অমিতাভকে স্মরণ করলেন তাঁর পরিবার।
নজরবন্দি ব্যুরোঃ
জন্মদিনে অমিতাভকে স্মরণ করলেন তাঁর
পরিবার। নজরবন্দি ব্যুরো: আজ, শুক্রবার ছিল তাঁরা
জন্মদিন। আর অকালে ঝরে যাওয়া আপনজনের জন্মদিন তাঁরা পালন করলেন নিজেদের মতো
করে। গত ১৩ অক্টোবর দার্জিলিঙের পাতলেবাস এলাকার কাছে নিম্বু
বস্তিতে অভিযানে গিয়েছিলেন রাজ্য পুলিশের সাবইন্সপেক্টর অমিতাভ মালিক।
অভিযোগ
গুরুং বাহিনীর সাথে গুলির লড়াইয়ে তাঁর মৃত্যু হয়। আজ যদি এই
ইন্সপেক্টর বেঁচে থাকতেন ২৭-এ পা দিতেন। বড় ছেলে হারানোর যন্ত্রণা নিয়ে দিনযাপন
করছেন সৌমেন ও গঙ্গা মালিক। রোজ তাঁর আদরের ‘বাবু’র ছবিকে আঁকড়ে
শুতে যান প্রৌঢ়া। ছেলের জন্মদিনটা একেবারে নিজেদের মতো
করেই করতে চান তাঁরা। অমিতাভের মা গঙ্গাদেবী এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ছেলে তো আর নেই
ছবিকেই সাজাবেন। পায়েস, মিষ্টি ও একাধিক পছন্দের খাবার রান্না করে ছেলের ছবির সামনে
রাখবেন সৌমেন-বাবু ও গঙ্গাদেবী।
কোন মন্তব্য নেই