Header Ads

হাইকোর্টের রায়ের পর কি বললেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়?


নজরবন্দি ব্যুরোঃ   হাইকোর্টের রায় ঘোষণার পর তাকে স্বাগত জানাল তৃণমূল। আজ রায় বেরনোর পর সাংবাদিক বৈঠক করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ যে রায় দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তা স্বাগত জানাচ্ছি। আমরা গরম, রমজান মাস ও বর্ষায় ভোট চাইনি। 
তাই, আগে ভোট করার জন্য নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম। পরে নির্বাচন কমিশন নিজেই নির্ঘণ্ট তৈরি করে। কিন্তু, দেখা যাচ্ছে জগাই-মাধাই আর বিদাই ভোটমুখী হতে চায় না। তারা জনগণের গরমের কষ্ট, রমজান মাসে সেই সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো বা বর্ষায় গ্রামের মানুষের দুর্দশাকে উপেক্ষা করল।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.