অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে গেলেন না মেয়র।
নজরবন্দি ব্যুরোঃ মেয়র শোভন চট্টোপাধ্যায় বিবাহ বিচ্ছেদ চাইছেন। কিন্তু রাজি নন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। এর আগেও দু-দুবার আপসে মামলা মিটিয়ে নেওয়ার জন্য বলেছিলেন বিচারক।
গত কাল ২ জন কে আদালতে হাজির থাকতে বলেছিলেন
বিচারক কিন্তু অসুস্থতার জন্য চিকিৎসক তাঁকে দুসপ্তাহের বেড রেস্টে থাকতে বলেছেন, আইনজীবীর মাধ্যমে পাঠানো চিঠিতে এমন টাই জানিয়েছেন মেয়র। তবে আলিপুর জজ কোর্টের বিচারক ১১ মে শেষ সুযোগ দিয়েছেন। প্রসঙ্গত গত সপ্তাহ দুয়েকে শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায় একে অপরের বিরুদ্ধে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেছেন। পর্ণশ্রীর মহারানি ইন্দিরা দত্ত রোডের বাড়ির নিরাপত্তায় ব্যক্তিগত নিরাপত্তারক্ষী মোতায়েন করেছিলেন মেয়র। বাড়িতে ঢোকার সময় যে কাউকে খাতায় নাম নথিভুক্ত করার ব্যবস্থাও করা হয়েছিল।
কিন্তু এই প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। এমনটাই অভিযোগ করেছিলেন মেয়র।

No comments