বিতর্কের মুখে ইস্টবেঙ্গল! কাকে নিয়ে এই বিতর্ক?
নজরবন্দি ব্যুরোঃ নতুন মরসুমের জন্য দল তৈরি করতে গিয়ে বিতর্কের মুখে পড়ল লাল-হলুদ। বিতর্কের শুরু মিনার্ভা এফ সির দুই ফুটবলার সুকদেব আর দিপক কে নিয়ে। ইস্টবেঙ্গলে দাবি এই দুই ফুটবলার
এবার খেলার জন্য স্বাক্ষর করে ফেলেছেন তাদের ক্লাবে। কিন্তু মিনার্ভা এই দাবি মানতে নারাজ। তারা তাদের অফিসিয়াল টুইটার পেজে দাবি করেছেন তারা স্বাক্ষর করেনি! এ নিয়ে শুরু বিতর্ক। যদিও এখনও ওই ফুটবলাররা এ বিষয়ে কিছু বলেননি।


No comments