Header Ads

মনোনয়ন না প্রত্যাহার করার জের, ফিল্মি কায়দায় অপহৃত সিপিআইএম প্রার্থীর পরিবার!!!


নজরবন্দি ব্যুরোঃ এক্কেবারে বলিউডি ছবির কায়দায় অপহরন! অপহৃত হয়েছেন রায়গঞ্জ ২২ নম্বর এসসি মহিলা সংরক্ষিত আসন সুভাষগঞ্জ এলাকার জেলা পরিষদের সিপিআইএম প্রার্থী আশা পালের(দাস) স্বামী এবং কন্যা! মনোনয়ন প্রত্যাহার করার হুমকি চলছিল গত কয়েকদিন ধরেই কিন্তু আশা জানিয়ে দিয়েছিলেন কিছুতেই মনোনয়ন প্রত্যাহার করবেন না তিনি।

 কিন্তু আজ তাঁকে চাপ দেওয়ার জন্যেই তার পরিবার কে তুলে নিয়ে গিয়েছে তৃণমূলের গুণ্ডারা বলে জানিয়েছেন এলাকার সিপিআইএম নেতা উত্তম পাল! উত্তম পালের বৌমা আশাই এখানে সিপিআইএমের জেলা পরিষদ প্রার্থী। অপহৃত তার ভাই রঞ্জিত এবং ভাইঝি রাখি। উত্তম বাবুর অভিযোগ তাঁর ভাই রঞ্জিত পাল সোহারই মোড়ের একটি পাউরুটির কারখানায় কাজ করেন। 

বুধবার সেখান থেকে কাজ সেরে বেরোনর পরেই কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় তাঁর উপর।  রঞ্জিত বাবুর স্ত্রী ও তাঁর কন্যাকে বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য চাপ দিতে শুরু করে দুষ্কৃতীরা। এরপর তাঁদের বাড়ি থেকে তুলে এনে সোহারই মোড় এলাকার ছিন্নমস্তা কালী মন্দিরের সামনে থেকে একটি নম্বর ছাড়া সাদা গাড়িতে উঠিয়ে চম্পট দেয়। 

এরপর মাত্র একবারই ফোনে যোগাযোগ কর সম্ভব হয়েছে রঞ্জিত বাবুর সাথে! রায়গঞ্জ থানায় অভিযোগ জানিয়েছেন উত্তম পাল। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.