অধিনায়কের পদ ছাড়ার পর যা করলেন গম্ভীর তা ক্রিকেট ইতিহাসে কেউ করার সাহস করেনি!
নজরবন্দি ব্যুরোঃ দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দিল্লি ডেয়ারডেভিলসের
অধিনায়কের পদ থেকে সরে গিয়েছেন বুধবারই। নিজে জানিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজির চাপে নয়, নিজে থেকেই সরছেন তিনি। গম্ভীরের জায়গায়
অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। এবার তিনি ২.৮ কোটি টাকা পেয়াছিলেন দিল্লি
ডেয়ারডেভিলসের কাছ থেকে।
এবার তিনি ঘোষণা করলেন সেই টাকা তিনি নেবেন না। বিনা
পারিশ্রমিকে খেলবেন। টাকা সর্বস্ব ফ্র্যাঞ্চাইজির দুনিয়ায় এমনটা যে কেউ করতে পারেন
তা এককথায় ভাবা যায় না। তবে গম্ভীর তা করে দেখালেন। যা হইত শুধু আই পি এল নয় বিশ্ব
ক্রিকেটে কথাও ঘটেনি।

No comments