Header Ads

শ্রদ্ধার বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা শক্তি। কেমন ছেলে চান তিনি? বললেন খোলাখুলি।


নজরবন্দি ব্যুরোঃ বলিউডে চলছে বিয়ের মরশুম।অনুষ্কা থেকে শ্রীয়া সরণ, সোনম কাপুর একে একে সকলেই সাত পাকে ধরা দিচ্ছেন এবার গুঞ্জন শুরু শ্রদ্ধা কাপুর কে নিয়ে। কারণ অনেক দিন ধরে শ্রদ্ধার সাথে আদিত্য রয় কাপুর আর ফারহান আখতারের নাম জড়িয়ে তোলপাড় হয়েছিল বলিউড। ফলে শ্রদ্ধা শেষ পর্যন্ত কাকে বিয়ে করবেন তা নিয়ে ফ্যানেদের মধ্যে একটা আগ্রহ ছিলই এবার  সেই ঘটনাকে খানিক উস্কে দিল শ্রদ্ধার বাবা অভিনেতা শক্তি কাপুর। তিনি বলেন শ্রদ্ধা তার পছন্দের ছেলেকেই বিয়ে করবেন। তবে সেই ছেলেটিকে হতে হবে একটি সম্ভ্রান্ত বংশের সন্তান তবে তারও আগে, শক্তি কাপুর চান, মেয়ে শ্রদ্ধা যেন নিজের ব্যক্তিগত পেশাগত জীবনে আরও বেশি উন্নতি করেন কিছু দিন আগে শ্রদ্ধা বাড়ি থেকে বেড়িয়ে ফারহান এর ফ্লাটে উঠেছিলেন, কিন্তু পরে শাক্তি কাপুর তাঁকে আবার জোর করে তার বাড়িতে নিয়ে যান। আর ঠিক সেই সময় সারহান এর বিবাহ বিচ্ছেদ হয়। এর পর বেশ কিছুদিন সবাই চুপ ছিলেন। তবে এ দিন শক্তির কথার মধ্যে অনেক বার ফারহান এর কথা এসেছিল। তাথেকে মনে করা হচ্ছে এই দুই পরিবারের মধ্যেকার বরফ গলতে শুরু করেছে। তবে কি এবার মেয়ের দাবী মেনে নিলেন শক্তি? গুঞ্জন বি-টাউনে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.