Header Ads

ভোটের আগে সরকারকে সর্বশক্তি দিয়ে চাপে ফেলার চেষ্টা হবু শিক্ষকদের!


নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ শিক্ষক নিয়োগ। একাধিক সমস্যায় আটকে রয়েছে আপার প্রাইমারি থেকে শুরু করে নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগ। চাকরির দাবিতে বারবার হবু শিক্ষকরা আবেদন জানিয়েছেন রাজ্য সরকারের কাছে। কিন্তু মন গলেনি সরকারের। আর তাই এবার নিজেদের অধিকার ছিনিয়ে নিতে বদ্ধপরিকর চাকরি প্রার্থীরা।

নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্যানেল বেরিয়ে যাওয়ার পরেও আটকে রয়েছে কাউন্সেলিং। কবে হবে নিয়োগ? একাধিক বার এই প্রশ্ন কমিশনের কাছে করেও কোনো উত্তর পাননি হবু শিক্ষকরা। আর তাই এবার নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগের দাবিতে আগামী ৩ মে আচার্য সদনে বিরাট আন্দোলনের ডাক দিয়েছেন চাকরি প্রার্থীরা। তারা জানিয়েছেন, কাউন্সেলিং-এর দিনক্ষণ না জানানো পর্যন্ত আন্দোলন থেকে পিছু হটবেন না।

দীর্ঘ অপেক্ষার পর নবম-দশম ও একাদশ-দ্বাদশের প্যানেল প্রকাশ করেছেন কমিশন। কিন্তু তারপরে আরও অনেক সময় অতিক্রান্ত হয়ে গেলেও কাউন্সেলিং বিষয়ে কিছুই জানানো হয়নি। ফলে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে চাকরি প্রার্থীদের। দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাদের। আর তাই কমিশন তথা সরকারের কাছে জবাব চাইতে আচার্য সদন যাবেন সমস্ত এমপ্যানেলড প্রার্থীরা। ভোটের আগেই তাদের কাউন্সেলিং-এর দিন ঘোষণা করতে হবে এবং দ্রুত নিয়োগ করতে হবে, এই দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হবে, হুঁশিয়ারি চাকরি প্রার্থীদের। তারা আরও জানিয়েছেন, খুব শীঘ্রই পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশে নিয়োগের ব্যাপারে শক্তিশালী আন্দোলন ডাকা হবে।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.