Header Ads

ভরপুর সংসার সামলে ইউপিএসসির সিভিল সার্ভিসে দ্বিতীয় হরিয়ানার সোনার মেয়ে অনু।


নজরবন্দিঃ পরিশ্রমের বিকল্প যে সাফল্য , তা ফের প্রমাণ করলেন হরিয়ানার বাসিন্দা অনু  কুমারী ২০১৭ সালের ইউপিএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি
মেয়েদের মধ্যে প্রথম চার বছরের ছেলে, স্বামী নিয়ে ভরা সংসার ৩১ বছরের অনুর তাঁর কথায়, ঘর সামলেও দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পড়তেন আইএএস হওয়ার স্বপ্ন ছিল তার গত বছর মাত্র এক নম্বরের জন্য ইউপিএসসি পরীক্ষার প্রথম পর্যায়েই আটকে যান অনুতার পর পরাজয়ের জেদ কখন যেন গ্রাস করে তার মন কে তাই নতুন উদ্যমে বছরের জন্য তৈরি হয়েছিলেন শুক্রবার পরীক্ষার ফল বেরনোর পরে উচ্ছ্বসিত অনু অকপট জানালেন তাঁর সাফল্যের কথা বললেন, ‘‘জীবনে ইচ্ছা শক্তির বিকল্প কিছু নেই আর ইচ্ছা থাকলে কোনও কিছুই অসম্ভব নয়’’ আরও জানালেন, কাজে যোগ দেওয়ার পরে দেশ জুড়ে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চান তিনি
রাজ্যের মেয়ের এই সাফল্যে খুশি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর টুইটারে অনু কুমারীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, ‘‘আশা করছি অনুর সাফল্যে হরিয়ানার মেয়েরা আরো এগিয়ে যাওয়ার সাহস পাবে অনু এখন আইএমটি নাগপুর থেকে এমবিএ করেছেন জানালেন, নামীদামি কোচিং সেন্টারে না গিয়ে বাড়িতেই পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন হরিয়ানার যে প্রত্যন্ত গ্রামে তিনি পড়াশোনা চালিয়েছেন, সেখানে খবরের কাগজ পৌঁছয় না
তবে ইন্টারনেট ঘেঁটে প্রয়োজনীয় সমস্ত খুঁটিনাটিতেই নজর রাখতেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী একই পথে সাফল্য পেয়েছেন তেলেঙ্গানার ছেলে দুরিশেট্টি অনুদ্বীপ ইউপিএসসি পরীক্ষায় প্রথম হয়েছেন তিনি জানালেন, বাড়িতে বসেই প্রস্তুতি নিয়েছেন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার অভ্যাস তাঁর বরাবরের ২০১৭ সালের ইউপিএসসিতে প্রায় সাড়ে নয় লক্ষ পরীক্ষার্থীর মধ্যে শেষ ধাপে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৯৯০ জন সাফল্যের তালিকায় প্রথম ২৫ জনের মধ্যে জনই মেয়ে

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.