এবার লাল-হলুদে নতুন ডিফেন্ডার কে?
নজরবন্দি ব্যুরো: এবার ব্রাজিলিয়ান ডিফেন্ডারের জায়গায় তুলনামূলক কম টাকায় মধ্য ডিফেন্ডার আনার চেষ্টা করছিলেন লাল-হলুদ কর্তারা।
শেষ খবর অনুযায়ী, ইরানের ৩৩ বছর বয়সী ডিফেন্ডার বেহনাম আসগর খানির সঙ্গে কথা অনেকটাই এগিয়েছে লাল-হলুদের। অনেকদিন ধরে ইরানের বিভিন্ন ক্লাবে খেলছেন বেহনাম। সেন্ট্রাল ডিফেন্স ছাড়াও রাইট ব্যাক বা লেফট ব্যাক পজিশনেও খেলতে পারেন তিনি বলে খবর। সব মিলিয়ে এই ইরানি ডিফেন্ডারের বেশ ভরসা করছে ক্লাব কর্তারা।
শেষ খবর অনুযায়ী, ইরানের ৩৩ বছর বয়সী ডিফেন্ডার বেহনাম আসগর খানির সঙ্গে কথা অনেকটাই এগিয়েছে লাল-হলুদের। অনেকদিন ধরে ইরানের বিভিন্ন ক্লাবে খেলছেন বেহনাম। সেন্ট্রাল ডিফেন্স ছাড়াও রাইট ব্যাক বা লেফট ব্যাক পজিশনেও খেলতে পারেন তিনি বলে খবর। সব মিলিয়ে এই ইরানি ডিফেন্ডারের বেশ ভরসা করছে ক্লাব কর্তারা।
Loading...
কোন মন্তব্য নেই