উন্নয়ন করছেন মমতা, তারই প্রমাণ মিললো মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে! কি বললেন তৃণমূল নেতা?
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন
ঘোষণা হয়ে গেছে। আগামী ১৪ মে ভোট গ্রহণ হবে রাজ্যে। একাধিক জায়গায় নির্বাচনের আগেই
জয় নিশ্চিত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলার
পরিস্থিতি জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি।
আজ রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রত্যাহারের
শেষ দিন ছিল। সময় অতিক্রান্ত হওয়ার পর সাংবাদিক সম্মেলন করে সামগ্রিক অবস্থার
পর্যালোচনা করেন তৃণমূলের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি। তিনি বলেন, জেলার অধিকাংশ
গোঁজ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নির্বাচন লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। আগামী
দুদিনের মধ্যেই এর ফলাফল পৌঁছে যাবে তাদের হাতে। আর তৃণমূলের এই সাফল্যের সম্পূর্ণ
কৃতিত্ব তিনি দিয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়কে।
তৃণমূলের ওই নেতা বলেন, "রাজ্যে গত সাত
বছরে উন্নয়ন চোখে পড়ার মতো। আর এর সম্পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের।
রাজ্যের মানুষ তা দেখেছেন। তাই তৃণমূল কংগ্রেসকে ছেড়ে মানুষ অন্য কোথাও যাবেন না।
পঞ্চায়েতের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মিললো তার প্রমাণ। সমস্ত গোঁজ প্রার্থীরা
মনোনয়ন প্রত্যাহার করতে রাজি হয়ে গেছেন। এই সাফল্য মুখ্যমন্ত্রীর। এই সাফল্য
তৃণমূল কংগ্রেসের।"
Loading...
কোন মন্তব্য নেই