"ব্রাত্য এতদিন নিশ্চুপ থাকায় আমি অসম্মানিত হয়েছি", শাঁওলী মিত্র।
নজরবন্দি ব্যুরোঃ ২০১২ সাল থেকেই বাংলা
অ্যাকাডেমির সভাপতি রয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অভিনেত্রী শাঁওলী মিত্র।
কিন্তু অ্যাকাডেমির বিভিন্ন কাজে তিনি অসন্তুষ্ট হয়ে গত ডিসেম্বরে মুখ্যমন্ত্রীকে
চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান।
কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেসময় তাঁর
সঙ্গে যোগাযোগ করা হয়নি। তারপর তিনি মনস্থির করেন পদত্যাগ করবেন। তিনি পদত্যাগ
পত্র পাঠিয়ে দেন নির্দিষ্ট দপ্তরে। সেসময় দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন নিজে কথা
বলেন শাঁওলী দেবীর সাথে। কথাবার্তার পর পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেছিলেন,
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সমস্যা মিটেছে। স্বপদেই থাকছেন শাঁওলী মিত্র। এক নিউজ
পোর্টালকে সাক্ষাৎকার দিতে গিয়ে এবার ব্রাত্য বসুর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন
অভিনেত্রী।
তিনি বলেন, "পরিকাঠামো গত সমস্যা নিয়ে
চিঠি পাথিয়েছিলেম। কাজের কাজ কিছু হয়নি। এতদিন পর্যন্ত ব্রাত্য নিশ্চুপ থাকায় আমি
অসম্মানিত হয়েছি। তিনি আরও বলেন, ডিসেম্বরেই আমি পদত্যাগ করেছিলাম। পদত্যাগের কারণ
গুলোও তখন বলেছিলাম। পরিকাঠামো গত দিক দিয়ে আরও উন্নতি না হলে ভালো কাজ সম্ভব নয়।
আমার কথা শুনে কাজ হয়নি। ব্যক্তিগত ভাবে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তবে এতদিন
পর্যন্ত এবিষয়ে ব্রাত্য নিশ্চুপ থাকায় আমি অসম্মানিত বোধ করছি।"
Loading...
কোন মন্তব্য নেই